ডিসেম্বর ৩, ২০২০
৪:২০ অপরাহ্ণ

ছাতকে স্কুলছাত্রী ধর্ষনচেষ্টা, মামলা দায়ের, অভিযুক্ত পলাতক

খবর ডেক্সঃ- সুনামগঞ্জের ছাতকে (১৪) বছর বয়সী এক স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ জাকারিয়া (২৫) নামের একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ভিকটিম বাদী হয়ে ছাতক থানায় মামলা নং ০৩ দায়ের করেন। অভিযুক্ত জাকারিয়া উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, গত সোমবার সকালে ভিকটিম তার বাড়ির পাশের পুকুরে কাপড় ধোঁয়ার জন্য যায়। আশেপাশে মানুষজন না থাকায় মোঃ জাকারিয়া তাকে মুখে গামছা দিয়ে বেধেঁ পাশের ঝুপে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে তার শোর-চিৎকার শুনে লোকজন আসলে ওই লম্পট পালিয়ে যায়।

এছাড়া অভিযুক্ত জাকারিয়া প্রায় সময়ই তাকে উত্তক্ত করে আসছিলো বলে ভিকটিম জানিয়েছে।

মামলার সত্যতা স্বীকার করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *