আজকের খবরঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করার মধ্য দিয়ে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ১ম যুগ্ম আহবায়ক তারেক জামিল,যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান শুভ, মোঃ শোয়েব মালেক, সয়দুল ইসলাম,এইচ আর হাবীব,এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক আলমগীর হাবিব শাহীন।
এছাড়াও ১ নং ইসলামপুর পশ্চিম ইউপি, ২নং ইসলামপুর পূর্ব ইউপি,৩নং তেলিখাল ইউপি, ৪ নং ইসাকলস ইউপি, ৫ নং উত্তর রণিখাই ইউপি,৬ নং দঃরনিখাই ইউপি শাখার ছাত্রদলের নেতৃবৃন্দ উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন।
র্যালী শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচীব ইকবাল হোসেন