বুলবুুল আহম্মেদ(বুলু)(বদলগাঁছী নওগাঁ):-নওগাঁর বদলগাঁছী দিন যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে বদল গাছি উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন। আগামী মার্চ এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে নির্বাচন। বদল গাছী উপজেলা কোলা ৫/নম্বর ইউনিয়ন, সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে গণসংযোগ শুরু করেছেন।
এবার বদলগাঁছী উপজেলা ৫ নং কোলা ইউনিয়নের নতুন মুখ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমাজসেবক মোঃ শাহীনুর ইসলাম (স্বপন)
আসন্ন কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫/নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী। দোয়া প্রার্থী তিনি। দলমত নির্বিশেষে ৫ নম্বর, কোলা ইউনিয়নের মানুষের পাশেসুখে দুঃখে আছে এবং থেকে সেবা দিতেই তিনি প্রার্থী হয়েছেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন জানিয়েছেন।
তিনি জানান, কোলা ইউনিয়নে ৯/ টি ওয়ার্ডে কোন ভাবেই মাদক, চোরাকারবারী, অপকর্ম সংশ্লিষ্ট কাউকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। তিনি আরো বলেন বিগত ২০ বছরে যে কাজ কোলা ইউনিয়নে হয়,নাই আমি তা ২ বছর ১ মাসে সেটা করেছি ৯টি/ওয়ার্ডের বেশ কিছুস্থানে বৃষ্টি হলেই কোলা ইউনিয়নের জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মানুষের চলাচলে পড়তে হয় ভোগান্তিতে। আমি চেষ্টা করব প্রথমেই ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা।
আমি সুখে দুঃখে আপনাদের মাঝে থেকেই সেবা করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কোলা ইউনিয়ন বাসীর দোয়া প্রার্থী। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, এলাকার উন্নয়ন করতে চাই।৫ নং কোলা ইউনিয়ন মডেল ইউনিয়ন পরিষদ,গড়াতে চাই।