দিরাই প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২১
৯:০৮ অপরাহ্ণ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দিরাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দিরাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দিরাই উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন সূত্রধর।

এতে স্থানীয় সাংবাদিক শামসুল আলম, সোয়েব হাসান, জিয়াউর রহমান লিটন, শামসুল আলম সরদার খেজুর, ইমরান হোসাইন, আবু হানিফ চৌধুরী, মোশাহিদ আহমদ, রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, সালমান মিয়া, মুহিবুর রহমান, আক্তার হোসাইন, মুক্তার হোসেন প্রমুখ।

সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম জানান, আগামীকাল রবিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদ্বোধন করবেন। এরই ধারাবাহিকতায় দিরাইয়েও রবিবার জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে, মাইকিং, ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে জনবহুল স্থানে প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্য বিধি মেনে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মাছ চাষীদের উত্তম মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান রয়েছে। এসকল কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *