মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২১
৩:৪১ অপরাহ্ণ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়

মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এ শ্লোগানে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে জেলা সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তরের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ ইব্রাহীম। এসময় অন্যান্যর মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা তাসলিমা সহ জেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্তকতা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, জেলায় ৪৭ হাজার ৭৫০ হেক্টর আয়তন বিশিষ্ট জলাশয়ে বছরে ৮৩ হাজার ৬০৯ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এ জেলায় মাছের মোট চাহিদা ৬১ হাজার ২১০ মেট্রিক টন। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ২২ হাজার ৩৯৯ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *