খবর ডেস্কঃ- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা-২০২০ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট জেলা শাখার সভাপতি বাবু গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রঞ্জন ঘোষের পরিচালনায় সিলেট জেলার ১৩ উপজেলার নারীগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এতে অংশগ্রহণকারীদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার ৩ জন বিজয় হয়। শঙ্খ ধ্বনিতে ১ম স্থান অর্জন করেন কোম্পানীগঞ্জের সিমলা রানী দাস, ২য় স্থান অর্জন করেন সুস্মিতা লাহেড়ী। আর উলুধ্বনি তে ১ ম স্থান অর্জন করেন মুক্তা রানী মন্ডল। এছাড়াও উলুধ্বনি ২য় আলপনা দেব মিতা, ৩য় মুন্নি রানী আর শঙ্খধ্বনিতে ৩য় শিপ্রা রানি পাল।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার সিলেট জেলা কমিটি ও বিজয়ীদের কে ধন্যবাদ জানান। অখিল চন্দ্র বিশ্বাস বলেন, কোভিড ১৯ চলাকালীন সময়ে জুম অ্যাপসের মাধ্যমে এতো সুন্দর একটি অনুষ্ঠান সমাপ্তি করার জন্য সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।