আজকের খবর: সিলেট বিভাগের সেরা কর্মকর্তা হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশল (NIS) পুরস্কার পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। প্রতি বছর সেরা কর্মকর্তা হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশল (NIS) পুরস্কার প্রদান করে থাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর কোম্পানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব ওয়াহিদ মুরাদকে ২০২০ সালে সিলেট বিভাগের সেরা কর্মকর্তা হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশল (NIS) পুরস্কার প্রদান করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।
ওয়াহিদ মুরাদ সাতক্ষীরা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২০১৩ সালে বিআরডিবিতে চাকুরীতে যোগদান করেন। ২০১৭ সাল থেকে অদ্যাবধি কোম্পানীগঞ্জ উপজেলায় পদায়িত হয়ে পল্লী উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।
পুরস্কার পাওয়ার বিষয়ে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কোম্পানীগঞ্জের জনগণের ভাগ্য উন্নয়নে অবদান রাখাই তাঁর একমাত্র ব্রত। করোনাকালে সুস্থ অবস্থায় কর্তৃপক্ষের সকল নির্দেশনা বাস্তবায়ন করতে পারছেন বলে তিনি আল্লাহ পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। জাতীয় শুদ্ধাচার পুরষ্কার প্রদানের জন্য বিআরডিবি’র মহাপরিচালক মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপজেলার ও দাপ্তরিক কাজে যথাযথ নির্দেশনা ও সহযোগিতা প্রদানের জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন আচার্য ও উপ-পরিচালক বিআরডিবি সিলেট মহোদয়গণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া তাঁর এ সাফল্যের জন্য বন্ধুসুলভ সহযোগিতার জন্য তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ই-সার্ভিস কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা কৃষিকর্মকর্তা ও বিআরডিবির উপজেলা প্রকল্প কর্মকর্তা(পজীপ)সহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
তাঁর এ অর্জনের পিছনের নিয়ামক শক্তি, মানসিক উদ্দীপনা ও অনুপ্রেরণা প্রদানের জন্য তিনি তাঁর শ্রদ্ধেয় পিতা, মাতা ও সহধর্মীনি মীনা আক্তারের নিকট চিরঋণী বলে জানান। ব্যক্তিগতভাবে তিনি দুই পুত্র-সন্তানের জনক। তিনি পরিবারের সকলের মঙ্গলের জন্য দোয়া চেয়েছেন।