জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ই আগস্টে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। তারপর সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা, দুপুর ১২ ঘটিকায় সেখানে যুব ঋণ বিতরণ এবং দুপুর ১২ টা ৩০ ঘটিকায় জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ অনলাইন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হবে।