সেপ্টেম্বর ১৭, ২০২০
১১:২৩ অপরাহ্ণ

জাফলংয়ে ট্যুরিস্ট পুলিশের উপর হামলা, আটক ৩

খবর ডেক্সঃ সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে ট্যুরিস্ট পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত ৩জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, পূর্ব জাফলং ইউনিয়নের হাসু মিয়ার ছেলে মুহিবুর রহমান (২৫) ও রুবেল আহমেদ (২৮),,,, ছেলে মোহাম্মদ নূর আহমেদ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জাফলংয়ের জাফলং ভিউ রেস্টুরেন্টের সামনে পর্যটন এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ডিউটিরত চিলেন ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের এএসআই জুবায়ের আহমেদ। এ সময় সেখানে এক ফটোগ্রাফারের সাথে হাসু মিয়ার ছেলে মুহিবের বিবাদ সৃষ্টি হয়। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন ট্যুরিস্ট পুলিশের এএসআই জুবায়ের। এতে হাসু মিয়ার ছেলে ক্ষিপ্ত হয়ে তার সহোদর রুবেলসহ ট্যুরিস্ট পুলিশের এএসআই জুবায়েরর উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হয়ে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনার পর ট্যুরিস্ট পুলিশ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের আগামীকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *