অক্টোবর ১০, ২০২০
১১:৩৩ পূর্বাহ্ণ

জাফলংয়ে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

খবর ডেক্সঃ
সিলেটের জাফলং পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিকের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ভারতের সীমান্তরক্ষী বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।
পুলিশ ও বিজিবি সুত্রে জানাযায়, আজ শনিবার (১০ অক্টোবর) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় জনগণ।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল ও এসআই দেবজিৎ দাশসহ পুলিশ ও বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডাউকি নদীতে পড়ে শ্রোতের টানে হয়তো লাশটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে। বিজিবিকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা বিএসএফ’র সাথে আলোচনা করে পরবর্তী কার্যক্রম ও তাদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *