অক্টোবর ২, ২০২০
১০:০৭ পূর্বাহ্ণ

জাফলং পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

খবর ডেক্সঃ
অচল পাথর কোয়ারী সচল করার দাবিতে বিশাল এ মানববন্ধন প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে।
আজ রবিবার সকালে স্থানীয় মোহাম্মদপুর পয়েন্টে সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমদ এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নাজিমের পরিচালনায় মানববন্ধনে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম খাঁন, সহ-সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাসুক আহমেদ, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সিরাজ উদ্দিন, যুুুুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সেলিম আহমদ, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুব নেতা মকসুছ আলম, পূর্ব জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রফিক শিকদার, বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জুবায়ের আহমেদ, জাফলং খাদিমুল কোরআন পরিষদের সম্পাদক জিয়াউর রহমান, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমেদ, প্রত্যয় স্বেচ্ছাসেবী সংস্থা প্রসেসের সভাপতি জুনেদ আহমদ,
প্রজন্ম জাফলংয়ের সাধারণ সম্পাদক রমজান সাদাফ, সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি কাজিম উদ্দিন, মোহাম্মদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সাত্তার, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ফারুক আহমেদ, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর আহমেদ জাহিদসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের দপ্তর সম্পাদক মেহেদী হাসান।

মানববন্ধনে জনতার একটাই দাবী জাফলং, ভোলাগঞ্জ,বিছনাকান্দ, লোভা এই সকল পাথর কোয়ারির সাথে বৃহত্তরসিলেট সহ দেশের কয়েক লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত।
পাথর কোয়ারী বন্ধ থাকায় শ্রমিক-ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন, বেকার হয়ে পড়েছে লক্ষ লক্ষ শ্রমিক, অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে পাথর কোয়ারি সংশ্লিষ্ট শ্রমিকরা।
ব্যবসায়ী-শ্রমিকদের রুটি-রুজির একমাত্র পথ পাথর কোয়ারি গুলো খুলে দেওয়ার জন্য প্রশাসেনর কাছে জোর দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে অচল পাথর কোয়ারী সচল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। তাই অনতিবিলম্বে শ্রমিকদের কথা বিবেচনা করে দ্রুত পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *