জুলাই ১৪, ২০২০
৪:৩৪ অপরাহ্ণ

“জিরো থেকে কোটিপতি” ইয়াবাসহ ধরা মেম্বার

আজকেরখবর ডেক্সঃ
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার চৌধুরীসহ আরো একজনকে আ’ট’ক করেছে র‌্যা’­ব। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উ’দ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে অ’ভিযান চালানো হয়। নুরুল আবছার চৌধুরী পালংখালীর প্যানেল চেয়ারম্যান ও বালখালী পূর্বপাড়ার মৃ’ত নজির আহম্ম’দ চৌধুরীর ছে’লে।

আ’ট’ক অ’পরজনের নাম নুরুল আলম চৌধুরী (৫১)। তিনি ২ নং ওয়ার্ডের বালুখালী পুর্বপাড়ার মৃ’ত ইস’লাম মিয়ার ছে’লে ও উখিয়া কমিউনিটি পু’লিশের কোষাধ্যক্ষ।

র‌্যা’­বের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্ম’দ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল আবছার চৌধুরীর বসতঘরের সামনে মা’দক বিক্রয়ের সংবাদে অ’ভিযান চালানো হয়। র‌্যা’­বের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আ’ট’ক করা হয়েছে। তাদের বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, এককালের ‘জিরো’ নুরুল আবছার চৌধুরী ইয়াবার সুবাদে এখন কোটি টাকার মালিক। গড়েছেন গাড়ি বাড়ি। তার নাম-বেনামে রয়েছে বিভিন্ন জায়গায় সহায়-সম্পদ ও দোকানপাট।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *