সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত হওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জয়নাল আবেদীনকে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের মৃত্যুতে এই পদটি শূন্য হয়। জয়নাল আবেদীন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন।