সেপ্টেম্বর ১৪, ২০২০
৬:৩৪ অপরাহ্ণ

জৈন্তাপুর সীমান্তে বিজিবি‘র উপর চোরাকারবারীদের হামলা

জৈন্তাপুর, সিলেট প্রতিনিধি:- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর সীমান্তের ঘিলাতৈল এলাকায় বিজিবি‘র টহল দলের উপর চোরাকারবারী কর্তৃক হামলার ঘটনা ঘটে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভোর রাতে ভারত থেকে অবৈধ পথে চোরাকারবারীরা ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশ প্রবেশ করে। গোপন সংবাদ পেয়ে জৈন্তাপুর সীমান্ত ফাড়িঁর বিজিবি‘র ৫জন সদস্য ঘিলাতৈল এলাকায় টহল কাজ শুরু করেন। এ সময় অভিযান চালিয়ে ৫টি ভারতীয় মহিষ আটক করা হয়। তখন স্থানীয় গ্রামের লোকজন এবং চোরাকারবারীরা সংবদ্ধ হয়ে বিজিবি‘র টহল দলের উপর হামলা করে মহিষ ছিনিয়ে নেন। এ ঘটনায় বিজিবি‘র ২/৩ জন্য সদস্যরা কিছুটা আহত হন। আত্মরক্ষায় তখন বিজিবি সদস্যরা নিরাপদ স্থানে চলে যান। এক পর্যায়ে আরো ৮জন বিজিবি সদস্য টহল কাজে যোগ দেয়।

বিজিবির উপর হামলার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসিন আলী ও ওসি তদন্ত ওমর ফারুক একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। বিজিবি দুই‘টি টহল দল যৌথ ভাবে অভিযান চালিয়ে ৫টি মহিষ উদ্ধার করে। স্থানীয় জনপ্রতিনিধি‘র নিকট উদ্ধার হওয়ার ৫টি মহিষ জিম্মার রাখা হবে বলে জানা গেছে।

এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সরকারী কাজে বাধাঁ দেওয়ার অভিযোগ করে বিজিবি‘র পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসিন আলী এই ঘটনায় মামলা দায়ের করার কথা স্বীকার করেন। ঘটনার সাথে জড়িত ১৬ জন হামলাকারী কে চিহ্নিত করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট-১৯ বিজিবি‘র অধিনায়ক লে: কর্নেল মো: রফিকুল ইসলাম (পি এস সি) জানান, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশ মহিষ প্রবেশ কালে জৈন্তাপুর সীমান্ত ফাড়িঁর বিজিবি‘র টহল দল ঘিলাতৈল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময়ে ঘিলাতৈল গ্রামের স্থানীয় লোকজন ও গরু চোরাকারবারীরা সংবদ্ধ হয়ে বিজিবি‘র উপর হামলা চালিয়ে ভারতীয় মহিষ ছিনিয়ে নেয়। পরবর্তীতে বিজিবি অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ৫টি মহিষ উদ্ধার করে। হামলার ঘটনার জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। উদ্ধার হওয়ার ৫টি মহিষ স্থানীয় জনপ্রতিনিধি‘র জিম্মায় রাখা হবে বলে জানান ৷

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *