জয়পুরহাট প্রতিনিধিঃ- জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ কর্তৃক ০৫(পাঁচ) কেজি গাঁজাসহ ০১ (এক)জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং ওসি ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ডিবি পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট থানার ধলাহার ইউনিয়নের কদমতলী মোড় হইতে ০৫(পাঁচ) কেজি শুকনা গাঁজাসহ একজনকে গ্রেফতার করেন জয়পুরহাট ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মহিলা হলো আঞ্জুয়ারা(৩৯)। সে পাঁচবিবি থানার ত্রিপুরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।