রবিউল আউয়াল সনি,
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে অভিযান পরিচালনা করে ১০৪ বোতল ফেন্সিসিডিলসহ ফরহাদ হোসেন (২৬) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব
বুধবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদ দিনাজপুরের বিরামপুর উপজেলার চকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ দৈনিক আজকের খবর কে জানান ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে এসময় ওই ট্রেনে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রেনের ইঞ্জিন বগির অভ্যন্তরে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ১০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে ফরহাদ হোসেনকেও গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ অনেকদিন থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন সময় কৌশলে ট্রেনের বগিতে করে হিলি থেকে ঢাকার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে