জয়পুরহাট প্রতিনিধিঃ ১০০ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)
জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং ওসি ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থানার দর্গাতলীর অন্তর্গত রাঘবপুর গ্রাম হইতে ১০০(একশত) বোতল ফেন্সিডিলসহ ০৩(তিন) জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো- শামসুল হোসেন(৬০), পিতা- মৃত ছমির উদ্দিন, গ্রাম- দক্ষিন রাঘবপুর, থানা ও জেলা- জয়পুরহাট এবং ওবাদুল হোসেন এবাদুল(৩৫), পিতা- মৃত আঃ জব্বার, গ্রাম-রায়পুর(মিরুপাড়া) এবং ৩ ইদ্দিস মোল্লা(৩৮) গ্রাম- রায়পুর(হাজীপাড়া) উভয় থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট