অক্টোবর ৩১, ২০২০
৮:৪৪ পূর্বাহ্ণ

জয়পুরহাটে ৬ বছরের শিশুভধর্ষনঃ ধর্ষক গ্রেপ্তার

রবিউল আউয়াল সনি জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার বাখড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় ধর্ষক ইরো মানিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ইরো মানিক উপজেলার বাখড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কালাই থানায় মামলার পর বিশেষ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত ইরো মানিককে বগুড়ার শিবগঞ্জের জামুরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কালাই উপজেলার জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, বুধবার সন্ধ্যায় ওই শিশুসহ তার মা নানার বাড়ি একই উপজেলার বাখড়া গ্রামে আসে। বৃহস্পতিবার দুপুরে ওই শিশু অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিলো।

এসময় বাখড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ইরো মানিক ওই শিশুকে ফুঁসলিয়ে পুকুর পাড়ের একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে।

এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ইরো মানিক পালিয়ে যায়। পরে গুরতর অবস্থায় ওই শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, শিশুটির বাবা বাদি হয়ে কালাই থানায় মামলা করেছেন। ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিশেষ অভিযান চালিয়ে বগুড়ার শিবগঞ্জের জামুরহাট এলাকা থেকে ধর্ষকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *