অক্টোবর ১০, ২০২০
১০:২৪ অপরাহ্ণ

জয়পুরহাট কালাই পৌরসভার উপনির্বাচনে বেলাল তালুকদার মেয়র নির্বাচিত

রবিউল আউয়াল সনি, জয়পুরহাট প্রতিনিধিঃ- জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল “নৌকা মার্কা” নিয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৭ হাজার ৫শ ৬১ ভোট। তার নিকটতম প্রার্থী জেলা বিএনপি’র সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মো.আনিছুর রহমান তালুকদার “ধানের শীষ মার্কা” পেয়েছেন ৬শ ৬ ভোট আর স্বতন্ত্র প্রার্থী মো.মামুনুর রশিদ “নারিকেল গাছ মার্কা” তৃতীয় স্থান হয়েছেন। তিনি পেয়েছেন ৯৬ ভোট।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কালাই উপজেলা পরিষদ হল রুম থেকে জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো.শহিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম বলেন, কালাই পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএমে মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এই পৌরসভার মোট ১৩ হাজার ৫শ ২১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ২শ ৬৩ জন। ভোট প্রদানের হার ৬১.১১ শতাংশ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *