রবিউল আউয়াল সনি,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- আজ শনিবার বাদ আছর ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু, ক্ষেতলাল পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব দুলাল মিয়া সরদার, ক্ষেতলাল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজম আলী খান, ক্ষেতলাল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, হুইপ মহোদয়ের রাজনৈতিক সহকারী মোরশেদ রহমান, পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এবং পাঁচ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি /সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মাননীয় হুইপ মহোদয় ও তার সহধর্মীনির দ্রুত রোগ মুক্তি এবং তার পরিবারের সকল সদস্যদের যেন মহান রাব্বুল আলামিন সুস্থ রাখেন সবাই মহান আল্লাহর কাছে দু-হাত তুলে বিশেষ মুনাজাত করেন।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক বৃন্দ এবং শুসিল সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।