নভেম্বর ৯, ২০২০
১২:১৯ পূর্বাহ্ণ

জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে ক্ষেতলালে আনন্দ মিছিল

জয়পুরহাট প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ নিধারিত হয়েছে ১০ ডিসেম্বর

এ সম্মেলন উপলক্ষে ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রোববার বিকাল ৪ ঘটিকায় আনন্দ মিছিল আয়োজন করে। মিছিলটি ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিস থেকে বের হয়ে ক্ষেতলাল পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল মজিদ মোল্লা।

মিছিলে আরো অংশ গ্রহণ করেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি দুলাল মিয়া সরদার, ক্ষেতলাল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজম আলী খান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, জয়পুরহাট দুই আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির রাজনৈতিক সহকারী এসএম মোরশেদ রহমান, ক্ষেতলাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম,ক্ষেতলাল পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন দুলাল, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাংকৃতিক বিষয়ক সম্পাদক এস এম ওয়াকিল আহমেদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদী আশিক রাজু, যুগ্ম আহবায়ক জনাব জুল আরশ শুভ, এবং পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *