রবিউল আউয়াল সনি জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট পৌর শহরের সবুজনগর এলাকায় এক গৃহবধূর গোসলের সময় মোবাইল ফোনে গোপনে অশ্লীল দৃশ্য ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার মামলা দায়েরের পর দিবাগত রাতেই অভিযুক্তকে শহরের আমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃ সোহেল রানা জয়পুরহাট পৌর এলাকার পাঁচুরচক সোঁনারপাড়া মহল্লার আবেদ আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন দৈনিক আজকের খবর কে জানান, ওই গৃহবধূ তার নিজ বাড়িতে বাথরুমে গোসল করছিলেন। এ সময় সোহেল রানা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ফোনে তার অশ্লীল দৃশ্য ভিডিও ধারণ করে। এরপরে সেই ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন সোহেল। পরে গৃহবধূ তার স্বামীকে এ ঘটনাটি খুলে বললে তার স্বামী সোহেল রানার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করে। মামলার পর দিবাগত রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে