আজকের খবর: বৃহস্পতিবার দিবাগত রাতের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।
বৃহস্পতিবার (৯জুলাই) রাত ১০টা থেকে শুরু হওয়া টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সপ্তাহ যেতে না যেতেই আবারো বন্যা দেখা দিয়েছে। মানুষ দুর্ভোগ আর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মানুষ পড়েছে নানা সমস্যায়। একদিকে করোনা ভাইরাস আর অন্যদিকে বন্যা। নিম্নাঞ্চলের অনেক এলাকার ঘরবাড়ি ডুবিয়েছিল গত বন্যায়। সেগুলো এখনো শুকাতে না শুকাতেই বন্যা দেখা দেওয়ায় মানুষের ভোগান্তির শেষ নেই। অনেকের বাড়ি-ঘর পানিতে ডুবে যাওয়ায় ছুটছেন আশ্রয়কেন্দ্রে।
কোম্পানীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। অনেক এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। থানা বাজার, শাহ আরফিন বাজারসহ এলাকার বিভিন্ন বাজারে নৌকা চলাচল করছে।