আজকের খবরঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে অভিজাত মিষ্টি বিপনী “মধুবন” এর নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারি সকাল ১১টায় উপজেলার টুকের বাজারের আমিন মার্কেটে মধুবনের শাখা উদ্বোধন করেন মধুবন সিলেটের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মাহাবুবুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুবন সিলেটের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইয়াকুব আলী, মধুবন টুকের বাজার শাখার ম্যানেজিং পার্টনার হাজী মোঃ আনোয়ার হোসেন রবি, মোঃ বাদশাহ মিয়া, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, উত্তরা ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান, পূবালী ব্যাংকের ম্যানেজার আল-মাহমুদ, ব্যবসায়ী মাসুক মিয়া, হাজী হোসেন মিয়া, ইকবাল হোসেন, পুলার আইসক্রিম এর এরিয়া ম্যানেজার সাদিকুল ইসলাম প্রমুখ।