কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও থেকে পেশাদার চোরকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটককৃত চোর টুকেরগাঁও গ্রামের শামছু মিয়ার ছেলে সুমন আহমদ (১৮)।
সোমবার ৩ আগষ্ট বিকাল ৫টায় খাইরুল আমিনের বাসায় মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পারে সুমন আহমদ। পরে কোম্পানীগঞ্জ থানার এসআই এয়াকুব হোসেন এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, আটক সুমন আহমদ দীর্ঘদিন থেকে টুকের বাজার, টুকেরগাঁও, বৌবাজারসহ অত্র এলাকার বাড়ি-ঘর ও দোকানে চুরি করে আসছে। বেশ কয়েকবার তাকে চুরিতে হাতেনাতে ধরে গ্রাম্য সালিশের মাধ্যমে ছেড়ে দেয়া হয়। দিনকে দিন তার চুরিতে অতিষ্ট হয়ে উঠছেন অত্র এলাকার বাসিন্দারা। গাছের ফল থেকে শুরু করে ঘরের পোষা পাখি, মোবাইলফোন, টিভি, কিছুই তার কাছে বাদ যায়নি।
কোম্পানীগঞ্জ থানার এসআই এয়াকুব হোসেন বলেন, তাকে গ্রেফতার করার সময় এলাকাবাসীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।