সম্পাদকীয়
দর্শনার্থীদের কাছে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় পাহাড়, পানি আর পাথরঘেরা দৃষ্টিনন্দন এই স্থানটি দেখতে বারংবার ছুটে আসেন পর্যটকরা। প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার পর্যটকের আগমন ঘটে এই প্রাকৃতি কন্যার বুকে।
সাদা পাথর পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পাওয়ার আগে থেকে এখানে বিজিবি ক্যাম্প ও পোস্ট রয়েছে। পর্যটকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন স্থানীয় প্রশাসনও। কিন্তু বর্তমানে সাদা পাথরের জনপ্রিয়তা আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। যার ফলে আগত পর্যটকদের আগের মতো নিরাপত্তা দেওয়া কিংবা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। পর্যটকরা প্রবল স্রোত উপেক্ষা করে নদীর এপার ওপার হচ্ছেন।
স্পটে থাকার নির্দিষ্ট সময় বেঁধে দেয়া থাকলেও বেশিরভাগই তা মানছেন না। অনেকে সেখানে সন্ধ্যার পর পর্যন্ত অবস্থান করছে। সীমান্তবর্তী ও নির্জন হওয়ায় এখানে সন্ধ্যার পর অবস্থান নিরাপদ নয়। তাই উপজেলা প্রশাসন সন্ধ্যার আগে আগে সাদা পাথর থেকে সরে আসার নির্দেশনা দিয়ে রেখেছে।
এমতাবস্থায় দেশের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে অনেকে মনে করছেন। সিলেটের সকল পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ থাকলেও সাদা পাথরের মতো একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে এখনো ট্যুরিস্ট পুলিশ স্থাপন করা হয়নি।
এ ব্যাপারে সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির লিটন বলেন, আমরা দীর্ঘদিন থেকে ডিসি অফিসে ও ট্যুরিস্ট পুলিশের অফিসে যোগাযোগ করছি সাদা পাথরে ট্যুরিস্ট পুলিশ দেওয়ার জন্য। তাদের কাছে দাবি জানিয়েছি সাদা পাথর একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখানে ট্যুরিস্ট পুলিশ অত্যন্ত জরুরি।
কোম্পানীগঞ্জ পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, সাদা পাথর বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিদিন এখানে নৌপথ ও স্থলপথে প্রায় ৪-৫ হাজার পর্যটক আসেন। এই পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশ থাকা জরুরি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, সাদা পাথর একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পষ্ট। এখানে ট্যুরিস্ট পুলিশের প্রয়োজন। আমি আইনশৃঙ্খলা মিটিংয়ে ও ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলব। যাতে করে এখানে পার্মানেন্ট ট্যুরিস্ট পুলিশ থাকে।