খবর ডেক্সঃ- কুড়িগ্রামের ফুলবাড়ীতে দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরের (১৫) বিরুদ্ধে টেলিভিশন দেখার কথা বলে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিশ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রকে টেলিভিশন দেখার কথা বলে একই এলাকার দশম শ্রেণি পড়ুয়া কিশোর (১৫) কৌশলে তার বাড়িতে ডেকে নেয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। এ সময় শিশুটি কোনও রকমে তার মুখ থেকে অভিযুক্তের হাত সরিয়ে চিৎকার দিলে দরজা খুলে পালিয়ে যায় ওই কিশোর। আহত অবস্থায় শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনা খুলে বলে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য দিনভর চেষ্টা চলে। পরে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী থানা পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে জানতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামসুন্নাহারকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
তবে চিকিৎসকের বরাত দিয়ে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে৷