গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ঠাকুরগাঁওয়ে এলজিএসপির পাকা রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। ২১ নং ঢোলার হাঁট ইউনিয়ন পরিষদের আয়োজনে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলর হাঁট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাকা রাস্তার এ সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয় ।
রাস্তার এ কাজের উদ্বোধন করেন ২১ নং ঢোলর হাঁট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল)। এসময় আরো উপস্থিত ছিলেন ঢোলর হাঁট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অজিদ কুমার রায়, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুবলীগের সাধারন সম্পাদক সুরেশ রায় সহ ২১ নং ঢোলার হাঁট ইউপি সদস্য ও মহিলা সদস্যা বৃন্দ।
উল্লেখ্য, উদ্বোধনী এ কাজের ৯৩ মিটার রাস্তার ব্যায় ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ১শ ৪০ টাকা ।