ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পপি আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পপি আক্তার একই এলাকার নয়ন আলীর স্ত্রী।
জানা যায়, পপি আক্তারের মাত্র চার মাস আগে বিয়ে হয়েছে। শয়ন ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।