নভেম্বর ১২, ২০২০
১১:০৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ২৫ হাজার ২শ জন কিশোরীকে স্যানেটারী ন্যাপকিন বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের কিশোরী দলের সদস্যদের মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়।

১২ নভেম্বর বৃহস্পতিবার গোবিন্দনগরস্থ ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড অপারেশন ডিরেক্টর অঞ্জলী জেসিনতা কস্তার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, পরিবার পরিকল্পনা উপ পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, জেলা শিক্ষা পরিদর্শক মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এনরীচ প্রকল্পের সদর উপজেলা স্বাস্থ্য ও পুষ্টি সমন্বয়কারী আজিজুল হকসহ এ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ বক্তব্য দেন।

এ সময় কিশোরী দলের সদস্যদের হাতে ৩ টি করে স্যনেটারী ন্যাপকিন তুলে দেন অতিথিরা। পরে পর্যায়ক্রমে জেলায় ২৫ হাজার ২শ জন কিশোরীকে স্যানেটারী ন্যাপকিন প্রদান করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *