মোঃ মশিউর রহমান, জেলা প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন তথা পোস্টকামারী গ্রামের শফিকুল মিয়ার ছেলে হাবিব মিয়া (৩) ও ওহাব আলীর মেয়ে সোনিয়া (২) -এই দুই শিশুর আজ মঙ্গলবার (১৩-১০-২০২০ইং) সকালে পানিতে ডুবে অকাল মৃত্যু ঘটে।
অপরদিকে, টাংগাইলের বাসাইল উপজেলার কাশিল (মধ্যপারা) গ্রামের আব্দুল করিমের ছেলে রুহান মিয়া’র (১৮) সাপের কামড়ে গত সোমবার (১২-১০-২০২০ইং) রাত সাড়ে ১০ টার দিকে অকাল মৃত্যু ঘটে। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। রুহান টাঙ্গাইলের সৃষ্টি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
তথ্যসূত্রে জানা যায়, সকালে হাবিব (৩) ও সোনিয়া (২) বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে তারা বাড়ির পাশের ডোবায় বেঁধে রাখা নৌকায় উঠতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। কিছুক্ষণ পর হাবিবের ফুফু রোজিনা দুই শিশুকে ডোবা থেকে উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, গত সোমবার (১২-১০-২০২০ইং) রাত সাড়ে ১০টার দিকে কলেজ শিক্ষার্থী রুহান (১৮) পাশের গ্রামের নাকাছিমে টেটা দিয়ে মাছ ধরতে যায় এমতাবস্থায় সড়কের পাশে তাকে সাপে কামড় দেয়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা রুহানকে দ্রুত তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করা হয়। এক পর্যায়ে রুহানের অবস্থা খারাপ হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। আজ মঙ্গলবার (১৩-১০-২০২০ইং) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ মিয়া এ তথ্যটি নিশ্চিত করেন।