কুমিল্লার তিতাসের কেশবপুরে “ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলে” অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জগতপুর ইউনিয়নের হুমায়ুন রোড সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গনে ১১ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত অভিভাবক সমাবেশে ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলের সভাপতি মাওলানা মো.বিল্লাল হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান মো.মজিবুর রহমান।
বিদ্যালয়ের পরিচালক মো. আতিকুর রহমান ও সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন,লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহমেদ,মিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.নাজমুল হাসান মুন্সী,তিতাস উপজেলা স্কাউট সম্পাদক মো.লেয়াকত আলী মাস্টার,উলুকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন মাস্টার,সহকারী শিক্ষক মো. আলাউদ্দিন মাস্টার, মাছিমপুর সরকারী প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসার,বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মফিজুল ইসলাম,কেশবপুর গ্রামের বর্তমান মেম্বার মো. আক্তার হোসেন মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী ও ডাবুর ভাঙগা গ্রামের সমাজ সেবক মো. শাকিল আহমেদ ওয়াহিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো.আবদুস সাত্তার, মো.মহসিন মুন্সী।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ৫ম শ্রেণীর ছাত্রী সায়মা আক্তার ও ৫ম শ্রেণীর ছাত্র আবদুর রহমান।বক্তারা জানান, ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলটি সফলতার সাথে ৪টি বছর অতিবাহিত করেছেন।
বিদ্যালয়টি উন্নত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আদর্শ জাতি গঠনে অগ্রণী ভুমিকা পালন করছে বলেও বক্তারা জানান। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা মো. বিল্লাল হোসেন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে অধ্যায়নের সুযোগ রয়েছে বলে জানিয়ে বলেন, আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের সর্বোচ্চ যত্ন নিয়ে পাঠদান করানো হয় এবং আরবী শিক্ষাকেও আমাদের প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে।