কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী মজিদপুুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, ব্যবসায়ী আবদুল হালিম মিন্টুকে ২ সেপ্টেম্বর ঘোষিত মজিদপুর ইউনিয়ন বিএনপি’র কমিটিতে তার নাম অন্তর্ভক্তির প্রতিবাদ জানিয়েছেন।
আবদুল হালিম বলেন, যেই কোন সংগঠনই হোক কারোর মতমত না নিয়ে, না জানিয়ে কমিটিতে অন্তর্ভূক্ত করা ঠিক নয়। বিএনপি’র কমিটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। সেখানে আমার নাম রয়েছে। আমি তার প্রতিবাদ জানাই এবং আমার নাম ওই কমিটি থেকে বাদ দেয়ার দাবি জানাচ্ছি। আমাকে না জানিয়ে ও মতামত না নিয়ে কমিটিতে আমার নাম দেয়ার কাজটি ঠিক করেনি।
আমি এ পর্যন্ত রাজনৈতিক কোন সংগঠনে নাম লেখাইনি। যে কোন দলের প্রতি সমর্থন থাকতেই পারে। দেশের প্রতিটির লোকই কোন না কোন দলকে সমর্থন করে। সমর্থন করা আর সংগঠনে অন্তর্ভূক্তি এক কথা নয়। বিশেষ করে আমি রাজনীতি করতে চাই না। আমার সবচেয়ে বেশি পছন্দ অসহায় মানুষের পাশে থাকা,তাদের সাহায্য- সহযোগিতা করা, তাদের সুখে-দুঃখে নিজেকে জড়িয়ে রাখা, আর সমাজসেবা করা।
আবদুল হালিম শনিবার সন্ধ্যা সোয় ৮টার দিকে ফোনে সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো জানিয়েছেন।