কুমিল্লার তিতাস উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সারাদেশের ন্যায় ১২-ই আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় তিতাস উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, পদোন্নতি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বদিউল আলম ভূঁইয়া, শামসুদ্দিন আখন, জহিরুল ইসলাম, মোহাম্মদ জমির আলী, রমিজ উদ্দিন মিয়া, মো.হুমায়ুন কবির, নুর মোহাম্মদ, তানজিনা আক্তার, মো.রেজাউল করিম, মোসাম্মৎ আয়েশা আক্তার, ফরিদ আহমেদ মুকুল ও মো.মনিরুজ্জামান বাবু প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ১০০% সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের দ্রুত স্থায়ী পদোন্নতির কথা।
উপরোক্ত দাবী গুলো বাস্তবায়ন করার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, সচিব ও মহা-পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সারাদেশের ন্যায় ১২ ই আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় এই স্মারকলিপি গ্রহণ করেন তিতাস উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম।