কুমিল্লার তিতাস উপজেলায় এক পল্লী চিকিৎসকের চেম্বারে অস্ত্র ঠেকিয়ে ডাক্তারের কাছ থেকে চাঁদাবাজির সিসিটিভির ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে গত রবিবার দিবাগত রাতে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহম্মেদ এর নির্দেশে কুমিল্লা ডিবি ও তিতাস থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে সাগর নামে এই শীর্ষ সন্ত্রাসীকে রাজধানীর মাতুয়াইলের তার সহযোগীর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেন।সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী সাগরকে সাথে নিয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুধীন চন্দ্র দাস ও এস আই বিল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের সন্ত্রাসী সাগরের বসত ঘর থেকে দুই রাউন্ড গুলিসহ তার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।উল্লেখ্য,গত রোববার বিকালে গরীবের ডাক্তার খ্যাত নামে পল্লী চিকিৎসক সামসুল হুদার চেম্বারে ডুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী সাগর দুই লক্ষ টাকা চাঁদা দাবী করলে ডাক্তার এই মুহুর্তে দুই লক্ষ টাকা দিতে অপরাগতা স্বীকার করলে সন্ত্রাসী সাগর বার বার তাকে লক্ষ করে পিস্তল তাক করে এবং শামসুল হুদা ডাক্তার ভয়ে ৩৯ হাজার টাকা সংগ্রহ করে তাকে দেয় ও তা নিয়ে সে বীরদর্পে চলে যায়।এর কিছু ক্ষণপরই ঘটনার সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে এলাকায় মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ত্রাসী সাগরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন।ঘটনাটি ঘটেছে গত রোববার উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজার পল্লী চিকিৎসক শামসুল হুদার চেম্বারে।শীর্ষ সন্ত্রাসী সাগর শাহপুর গ্রামের হাবুল ব্যাপারীর ছেলে।জানা যায়,সন্ত্রাসী সাগর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।তার বাবা হাবুল ব্যাপারী মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তার ভাই শাহ আলম মজিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।পল্লী চিকিৎসক সামসুল হুদা জানান,গত রাতে একটি ডাকাত দল আমার বাসায় ডাকাতির উদ্দেশ্যে হামলা করে।প্রতিবেশীরা সজাগ হয়ে পড়লে ডাকাত দল পালিয়ে যায়।পরে সকালে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ আশপাশের লোকজনের নিকট জানানো হলে সন্ত্রাসী সাগর ক্ষিপ্ত হয়ে বিকালে আমার চেম্বারে ডুকে প্রথমে আমাকে হুমকি দেয়।পরে তার জিন্স প্যান্টের পিছনের পকেট থেকে পিস্তল বের করে আমাকে হত্যার হুমকি দিয়ে দু-লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি প্রাণভয়ে ক্যাশে থাকা ১৪ হাজার ও বিকাশ একাউন্ট থেকে ২৫ হাজার মোট ৩৯ হাজার টাকা দেই। সে এই টাকা নেওয়ার পর আরও দু-লাখ টাকা দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে দ্রুত চলে যায়।এলাকাবাসী জানান,পল্লী চিকিৎসক শামসুল হুদা একজন ভাল মানুষ ও অসহায় গরিব মানুষের চিকিৎসক।করোনার এই ক্রান্তিলগ্নে তিনি অত্র এলাকার সবাইকে চিকিৎসা সেবার পাশাপাশি গরিব ও অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন।এদিকে উক্ত ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে এবং তাকে ক্রসফায়ারের দাবী জানান, সুশীল সমাজের লোকজন ।তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সভ্য সমাজে কিভাবে প্রকাশ্যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে ? দীর্ঘ ২৫ মিনিট এমন ফিল্মিস্টাইলে বার বার পিস্তল বের করে হুমকি দিলে সহায়তা করার জন্য ভয়ে কেউ এগিয়ে আসেনি। যা সত্যিই খুব দুঃখজনক।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এই ঘৃণীত ঘটনার বিষয়টি কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের নজরে আসলে তিনি তাঁর ফেসবুক ওয়ালে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অস্ত্রধারী ব্যক্তি ও তার গডফাদারদের খুজে বের করে আইনের আওতায় এনে তিতাসের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-
শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।উক্ত ঘটনার বিষয়ে প্রকাশ্যে লাইভে এসে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম।জানা যায়,তিতাস থানায় গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী সাগরের বিরুদ্ধে অস্ত্র,ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে প্রশাসনের নজরে পড়ে এবং কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টিগোচর হয়।তাই তাঁহারই নির্দেশে ডিবি পুলিশের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা এলাকার মাতুয়াইল থেকে সন্ত্রাসী সাগরকে তারই এক সহযোগীর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।পরে আজ দুপুরে তার ব্যবহৃত দেশীয় আগ্নেয়াস্ত্র অস্ত্রটি ও দুইটি গুলিসহ উদ্ধার করা হয় ।
তিতাস-(কুমিল্লা)প্রতিনিধিঃ
আগস্ট ১০, ২০২১
৭:২১ পূর্বাহ্ণ
