তিতাস (কুমিল্লা)প্রতিনিধিঃ
আগস্ট ৫, ২০২১
৬:৫৯ পূর্বাহ্ণ
তিতাসে আ.লীগের কর্মীর উপর হামলার আসামিরা অধরা

তিতাসে আ.লীগের কর্মীর উপর হামলার আসামিরা অধরা

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন আ.লীগের কর্মী ও ব্যবসায়ী আবুল কালামের উপর হামলার ঘটনায় মামলার ৩ দিনেও গ্রেপ্তার হয়নি এজাহার নামনীয় কোনো আসামি।এজাহার নামনীয় আসামি হাবিব ও আনিছ বিএনপির সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকলেও গুটি কয়েক স্থানীয় আ.লীগের নেতাদের বহাল তদবিরে এখনো প্রকাশ্যেই গুড়িয়া বেড়াচ্ছে হাবিব ও আনিছসহ এজাহার নামনীয় আসামিরা এই অভিযোগ মামলার বাদি আবুল কালামের।মামলার এজাহার সূত্রে জানা যায়,গত শনিবার দুপুর ১২ টায় উপজেলার মাছিমপুর হাইস্কুল মাঠে আবুল কালামের উপর হামলা করেছে কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিব গংরা।এই ঘটনায় আ.লীগ কর্মী আবুল কালাম বাদি হয়ে হাবিবসহ ৬ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় একটি মামলা দায়ের করেন।তিতাস থানার মামলা নং-০১
তাং-০২/০৮/২০২১ ইং।ওই মামলার আসামিরা হলেন,
উপজেলার মাছিমপুর গ্রামের মৃত মিজান সরকারের পুত্র কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক মো.হাবিব সরকার,একই গ্রামের হাজী জহিরুল ইসলাম প্রকাশ জুরু সরকারের পুত্র ও কলাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.আনিছ সরকার,
শাহ আলমের পুত্র কিশোর গ্যাং লিডার মো.নাছিম মিয়া,
মো.পেরু মিয়া সরকারের পুত্র মাদক ব্যবসায়ী আলমগীর সরকার,জহিরুল ইসলাম প্রকাশ জুরু সরকারের পুত্র বিয়ার ব্যবসায়ী মো.হানিফ সরকার ও মো.বাবুল খানের পুত্র মো.ফয়সাল খান।মামলার এজাহার সূত্রে আরও জানা যায়,ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার আবুল কালাম ও কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিবের সাথে বালু ভরাটকে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়।এসময় আ.লীগের কর্মী আবুল কালামকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে হাবিব।এরপর আবুল কালাম হুমকির বিষয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ করেন।এই অভিযোগের কথা শুনার পর কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. হাবিব ও তার দলবল নিয়ে গত শনিবার দুপুর ১২ টায় মাছিমপুর হাইস্কুল মাঠে আবুল কালামের উপর প্রকাশ্যে হামলা করে বলে অভিযোগ করেন আ.লীগের কর্মী আবুল কালাম।যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বাদি আবুল কালাম বলেন,হাবিব গংরা আগে থেকেই প্লান করে আমাকে মারার জন্য, এবং আমাকে হত্যা করার হুমকি দেয়,তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।তাই গত শনিবার দুপুর ১২ টায় মাছিমপুর হাইস্কুল মাঠে আমার উপর প্রকাশ্যে হামলা করে শত শত মানুষের সামনে।আমার উপর হামলা কারীদের বিরুদ্ধে মামলা করে এখন আমি আছি বিপাকে।কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিব ও কলাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছ এর পক্ষে স্থানীয় আ.লীগের গুটি কয়েক নেতা মামলাটি প্রত্যাহার করার জন্য উঠেপড়ে লেগেছেন।আবুল কালাম আরও বলেন,দুঃখের বিষয় কী আর কমু আ.লীগের কর্মী হয়েও দলীয় নেতাকর্মীদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছি না।এজন্যই মামলার আসামিরা প্রকাশ্যে ঘটিয়া বেড়াচ্ছে।এতে আমিসহ আমার আত্মীয় স্বজনরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।মামলার বাদি আবুল কালাম বলেন,আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।যা জাতীয় দৈনিক পত্রিকাসহ কুমিল্লার বিভিন্ন পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে।এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মো.ইমরুল হক বলেন-মামলার সকল আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *