কুমিল্লার তিতাসে ১৫-ই আগস্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ.লীগের আয়োজনে ১২ ই আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস)আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী,কুমিল্লা উত্তর জেলা আ. লীগের সভাপতি ম.রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার।
উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, উপজেলা আ.লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি, মো.আনোয়ার হোসেন ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন (আনোয়ার), বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নুর নবী,সাতানী ইউনিয়নের চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূঁইয়া, ভিটিকান্দি ইউনিয়ন আ. লীগের সভাপতি এইচ,এম এখলাছ, নারান্দিয়া ইউনিয়ন আ. লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. আমির হোসেন,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান ভূঁইয়া,জিয়ারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের,মজিদপুর ইউনিয়ন আ. লীগ নেতা শাহ আলম,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো.গাজী সোহেল রানা(এস-অব:), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন (সাদ্দাম)সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম,উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো.শাহ আলম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মুন্সী ও প্রচার সম্পাদক মো.সফিকুল ইসলাম প্রমুখ।