কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর-রঘুনাথপুর গ্রামের মানুষের যাতায়াতের এক মাত্র ভরসা হলো বাঁশের সাঁকো। কালিপুর-রঘুনাথপুর খালের উপর নেই কোন ব্রীজ।
একটি ব্রীজের অভাবে বাঁশের সাঁকোর উপর দিয়েই দুই গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা।এলাকাবাসীর সূত্রে জানা যায়,উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর-রঘুনাথপুর খালের উপর একটি ব্রীজের অভাবে জনদুর্ভোগের মধ্যে দিয়ে প্রতিদিনই বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করছে এই দুই গ্রামের মানুষ।স্থানীয়দের দাবি কালিপুর-রঘুনাথপুর খালের উপর একটি ব্রীজের অভাবে দুই গ্রামের প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ প্রতিদিনই চরম ভোগান্তির মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করছে।
শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য সাংবাদিক বাবুল আহমেদ কালিপুর-রঘুনাথপুর খালের উপর বাঁশের সাঁকোটি পরিদর্শন করেন। এসময় তিনি বলেন,আমাদের অভিভাবক কুমিল্লা-২ (হোমনা-তিতাস)আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী (সিআইপি)-কে বিষয়টি জানানো হবে। আশা করি তিনি কালিপুর-রঘুনাথপুর গ্রামের মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে তাঁদের যাতায়াত ব্যবস্থা সুবিধার্থে এই খালের উপর একটি ব্রীজ নির্মাণ করে দিবেন।