খবর ডেস্কঃ- ধর্ষণ নিয়ে নিজের ফেসবুক পেইজে ভিডিওবার্তা প্রকাশ করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে ধর্ষণের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানান তিনি। তবে সমালোচনায় পড়েছেন মেয়েদের শালীন পোশাক পরা সংক্রান্ত বক্তব্যের জন্য।
সমালোচনার মুখে মুখ খুললেন অনন্ত জলিল। বলেছেন, বিষয়টি নিয়ে তিনি মর্মাহত। তিনি যে ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছেন, সবাই তার সেই বক্তব্যের প্রশংসা করলেও পারত।
সোমবার (১২ অক্টোবর) নতুন একটি ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, আমি মেয়েদের সম্মান করি। শুধু মেয়েদের নয়, সারাদেশের মানুষকেই সম্মান করি। আমি ২০০৮ থেকে মিডিয়াতে। ‘খোঁজ দ্য সার্চ’র শুটিং শুরু করি ২০০৮ সাল থেকে। এখন ২০২০ সাল। অনন্ত জলিলের চরিত্র কেমন তা সবার জানা। মেয়েরা মায়ের জাত। রোববার সন্ধ্যায় আপনাদের সঙ্গে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে সম্প্রতি ঘটে যাওয়া এবং বেড়ে চলা ধর্ষণের বিরুদ্ধে কিছু কথা বলেছি এবং নারীরা কী করলে ধর্ষণের শিকার হবেন না- সেই বিষয়ে কিছু মতামত দিয়েছি। পরবর্তীতে মেয়েদের পোশাকের ব্যাপারটি (যে বক্তব্য নিয়ে বিতর্ক চলছে), সে অংশটি বাদ দিয়ে পুনরায় সম্পাদনা করে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দিই। আমি একটা ব্যাপারে মর্মাহত। ভিডিওতে ৩ মিনিট ৪৯ সেকেন্ড ধর্ষকদের বিরুদ্ধে বলেছি। যারা পোশাক সংক্রান্ত বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন তাদের চোখে এই ৩ মিনিট ৪৯ সেকেন্ড এর বক্তব্য চোখে পড়েনি। আমি ৩ মিনিট ৪৯ সেকেন্ড ধর্ষণকারীদের বিরুদ্ধে বললাম সেগুলোর প্রশংসাও করতে পারতেন। তাহলে কী দাঁড়াল? নেতিবাচক বিষয়টাই আপনাদের কাছে বড়। এটা আমার সমালোচকদের কাছে প্রশ্ন- আমার মনে হয় এই প্রশ্নের জবাব আপনাদের কাছে পেয়ে যাব।