খবর ডেস্কঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের খাগাইল বাজার এলাকায় বেশ কয়েকদিন ধরে চলা মাদকের ব্যবসা ও সেবনের বিরুদ্ধে করা আন্দোলনের ফলে আজ মাঠে নেমেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
এস.আই স্বপন মিয়া ও এস.আই হিরক সিংয়ের নেতৃত্বে আট সদস্যের টিম আজ বিকেলে স্থানীয় খাগাইল বাজারে অভিযানে নামে। সাথে ছিলো এলাকার ছাত্র সমাজের নেতৃবৃন্দ। অভিযানের পাশাপাশি মাইকিং করে সতর্ক করে দেওয়া হয় এবং কঠোর হুশিয়ারি বার্তা ও প্রদান করে পুলিশ।
অভিযানে থাকা এস.আই স্বপন মিয়া বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের সবসময় জিরো টলারেন্স জারি রয়েছে। আমরা আজ থেকে মাঠে নেমেছি। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। আর এলাকাবাসী আমাদের কে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন’।
দক্ষিণ রণিখাই ছাত্র পরিষদ গত মঙ্গলবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে মাদকের বিষয় নিয়ে আলোচনা করে। সেখান থেকে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি বার্তা দেয় এলাকাবাসী। মহামারী করোনার সময়েও বাহিরের এলাকা থেকে লোকজন এসে মাদক সেবন করে। যার ফলে অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে দক্ষিণ রণিখাই এলাকা।