খবর ডেক্সঃ- সিলেটের দক্ষিণ সুরমায় লালারগাঁও নামক স্থান থেকে অজ্ঞাত এক যুবতীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা যায়, লালারগাঁও- মুন্সিবাজার সড়কের পাশে একটি ডোবায় হাঁটু পরিমাণ পানিতে অজ্ঞাত যুবতীর লাশ স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে এস আই স্নেহাশীষ পৈত্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। যুবতীর পরনে সাদা সেলোয়ার, গায়ে প্রিন্টের কামিজ, উপরে মেরুন কালারের বোরকা, গলায় মেরুন কালারের স্কার্প রয়েছে । যুবতীর কানে ইমিটেশনের দুল, গলায় রূপালী কালারের চেইন, পায়ে রূপালী কালারের নুপুর, ডান হাতে ইমিটেশনের চুড়ি, বাম হাতে ইমিটেশনের পুতির তৈরী ব্রেসলেট রয়েছে। যুবতীর কোন পরিচয় পেলে দক্ষিণ সুরমা থানায় (০১৩২০-০৬৭৬৯৩) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, অজ্ঞতনামা যুবতীর লাশ তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
নভেম্বর ১৬, ২০২০
৫:৫২ অপরাহ্ণ