জানুয়ারি ১৯, ২০২১
২:২৯ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় মুদির দোকানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

খবর ডেক্সঃ- সিলেটের দক্ষিণ সুরমার রেল স্টেশন গামী লিংক রোডস্থে সোহাগ স্টোর থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী শামীম মিয়াকে (৪০) গ্রেফতার করেছে। এসময় পুলিশ দোকান থেকে ১২০ পুরিয়া গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত শামীম মিয়া মেনিখলাস্থ ৪০নং বাসার মৃত ওয়াতির আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার (১৯ জানুয়ারি) থানায় মাদক আইনে মামলা দায়ের করে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে সোমবার রাতে পুরিশ তাকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতারকৃত শামীম মিয়া তার মুদি দোকানের ভেতরে মাদকের ব্যবসা করে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *