আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি রেজিঃ ১৯৪/১১-১২ এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বাজারে মাস্ক বিতরণের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বুধবার ৮ জুলাই দুপুর ২টায় উপজেলার দয়ারবাজার ও বুধবারী বাজারে মাস্ক বিতরণ করা হয়।

উল্লেখ্য গতকাল কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের হাতে ২ শত মাস্ক তুলে দেয়ার মাধ্যমে এই মাস্ক বিতরণ শুরু হয়েছিল। পর্যায়ক্রমে উপজেলার সকল বাজারে মাস্ক বিতরণ করা হবে।

মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন, ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন, ভাটরাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, ভোলাগঞ্জ জুনিয়র হাইস্কুলের সভাপতি হাজী আবুল বাশার, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবেদীন জনি, পূর্ব ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আনিছুর রহমান, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের কার্যকারি সদস্য আক্তারুজ্জামান নোমান, তানহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন দুদু, ভোলাগন্জ বাজার কমিটির সদস্য হাজী মোঃ সুজাত হোসেন, ভোলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুস্তাক আহমদ, অলিউল ইসলাম, বোরহান উদ্দিন, জাকির হোসেন, ওবায়েদ, মিয়াদুল ইসলাম মিতুল, ফেরদৌস হোসেন ফাহাদ।