আজকের খবরঃঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও কোম্পানীগঞ্জ সাব রেজিস্ট্রারী অফিসের দলিল লেখক সমিতির সাবেক কোষাধ্যক্ষ , আব্দুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
রবিবার ২৬ জুলাই বিকালে সিলেট ইবনে সিনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
দলিল লেখক আব্দুল হক রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
এক শোকবার্তায় তারা বলেন,আব্দুল হক সাহেব ছিলেন একজন অত্যন্ত সৎ,নিষ্ঠাবান ও আদর্শ সংগঠক এবং ধার্মিক মানুষ। তিনি কোম্পানীগঞ্জ দলিল লেখক সমিতির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তারা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।