সুনামগঞ্জের দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবজমিনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। ২৪ থেকে ২৫-এ পদার্পণ উপলক্ষে মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারি) বেলা ৩টায় মানবজমিন দিরাই প্রতিনিধির উদ্যোগে পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানবজমিন প্রতিনিধি ও দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও সংস্কৃতি কর্মী জয়ন্ত কুমার সরকার ও রবিনুর চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, অধ্যক্ষ পংকজ রায়, ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, আমাদের সময় প্রতিনিধি সোয়েব হাসান, যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, কালের কন্ঠের প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, নয়া শতাব্দী প্রতিনিধি প্রশান্ত সাগর দাস, পৌর কাউন্সিলর জুয়েল তালুকদার, রবীন্দ্র বৈষ্ণব, আবুল কাশেম, শিক্ষানুরাগী শাহজাহান সিরাজ, প্রভাষক জাহিদুল ইসলাম, মিজানুর রহমান পারভেজ, মোস্তাহার মিয়া মোস্তাক, সমাজকর্মী আলমগীর হোসেন, শামসুজ্জামান লিকসন।
আরো উপস্থিত ছিলেন, হাওরাঞ্চলের কথার স্টাফ রিপোর্টার জাকারিয়া হোসেন জুসেফ, ছাত্রলীগ নেতা সাজু তালুকদার, গণমাধ্যম কর্মী রুহুল আমিন, রুকনুজ্জামান জহুরী, বাংলাদেশের খবরের প্রতিনিধি আক্তার সাদিক, সকালের সময় প্রতিনিধি মুহিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবজমিন গণমানুষের কথা বলে যাচ্ছে। দেশে প্রচলিত পত্রিকাগুলোর অন্যতম একটি মানবজমিন সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশনে অনেকটা এগিয়ে। এসময় তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।