দিরাই প্রতিনিধি(সুনামগঞ্জ):: দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘের উদ্যোগে পথশিশু ও বেদেপল্লীতে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার রাত ৮ ঘটিকায় দিরাই রক্তদাতা ও সেচ্ছাসেবী সংঘের দাতা সদস্য ফ্রান্স প্রবাসী সুমন মিয়া তালুকদারের অর্থায়নে দিরাই পৌর সদরের বিভিন্ন এলাকার পথশিশু ও করিমপুর ইউনিয়নের নতুন কর্নগাঁও বেদেপল্লীতে এই শীতবস্ত্র বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিরাই রক্তদাতা ও সেচ্ছাসেবী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ফারহানুল হক, সিনিয়র সহ সভাপতি মনোয়ার হুসেন রাজীব, সহ সভাপতি সুবীর দাস, সাধারণ সম্পাদক সন্জয় কুমার রায় শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজীব, আতাহার আলী সায়েম, সাংগঠনিক সম্পাদক আমজাদ সরদার, সহ সাংগঠনিক সম্পাদক টুটুল দাস,তানিম আহমেদ, অর্থ সম্পাদক অমিত চন্দ জয়, সহ অর্থ সম্পাদক রতন তালুকদার, প্রচার সম্পাদক রবিনূর মিয়া, দপ্তর সম্পাদক দিদার রহমান সদস্য অরুপ রায় প্রমুখ।