সেপ্টেম্বর ৬, ২০২০
৫:৪৪ অপরাহ্ণ

দুই দল থেকে প্রস্তাব পেয়েও আইপিএল খেলা হচ্ছে না কাটার মাস্টার মোস্তাফিজের

আজকের খবরঃ- আইপিএলের এবারের আসরে প্রথমবারের মতো দেখা যাবেনা কোন বাংলাদেশী ক্রিকেটারকে। এবারের আইপিএলের নিলামের পর সেই খবর জানার পর আফসোসে পুড়েছিলেন অনেক বাংলাদেশী আইপিএল ক্রিকেট ভক্তরা। এবার তাদের সেই আফসোসটা আরো বনড়িয়ে দিল বিসিবি। কেননা এবারের আসরেও থাকতো বাংলাদেশ প্রতিনিধি। কিন্তু বিসিবির অনাপত্তিপত্র না মেলায় সেই সুযোগ হয়নি।
নিষেধাজ্ঞার কারণে এবারের আইপিএলে সাকিবের না থাকাটা স্বাভাবিক। যেকারণে ড্রাফটে সবার আশা ছিল দল পাবেন কাটার মাস্টার। সেটাও হয়নি। তবে দেরিতে হলেও আইপিএলে ডাক পড়েছিল মোস্তাফিজের। দুই বড় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু বিসিবির কাছে অনাপত্তিপত্র চাইলে সামনে শ্রীলঙ্কা সফরের কথা চিন্তা করে তাকে আর এনওসি দেয়নি বোর্ড।

মোস্তাফিজ এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোরকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, “ আইপিএল থেকে প্রস্তাব এসেছিল আমাদের কাছে। তবে আমাদের যেহেতু জাতীয় দলের কমিটমেন্ট আছে, তাই ওকে এনওসি দেওয়া হয়নি। সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এই সিরিজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
মূলত, আইপিএল শুরুর আগেই মুম্বাই শিবিরে বড় সড় ধাক্কা পড়ে যায়। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী পেসার লাসিথ মালিঙ্গা এবারের আইপিএল থেকে সরে দাড়ায়। আর মালিঙ্গার অভাব পূরণ করতেই পুরনো সদস্য মোস্তাফিজকে ডেকে পাঠায় তারা। বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় মুম্বাই জেমস প্যাটিনসকে পরে দলে ভেড়ায়।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের পেসার গার্নির চোটের কারণে মূল স্কোয়াডের ক্রিকেটারের বদলী হিসেবে মুস্তাফিজকে প্রস্তাব দিয়েছিল তারা। যদিও এখনো ফিজ না করলেও অন্য কাউকে দলে নেয়নি তারা।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *