আগস্ট ৬, ২০২০
৮:৩৩ পূর্বাহ্ণ

দুদিন পর জাফলংয়ে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার

খবর ডেস্কঃ- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রে জাফলংয়ে ঈদুল আযহা উপলক্ষে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ পর্যটকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ওই পর্যটকের নাম মোঃ জুবায়ের আহমেদ (২২)। সে ময়মনসিংহের গফরগাও লাম কাইন এলাকার জজ মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে স্থানীয়রা জাফলংয়ের নয়াবস্তি এলাকার নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

উল্লেখ্য, জুবায়ের তার ১৫জন সাথী নিয়ে গত মঙ্গলবার (০৪-০৮-২০২০) ময়মনসিংহ থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। একপর্যায়ে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা চেষ্টা চালিয়েও (মঙ্গলবার ও বুধবার) দুদিনেও তার কোন সন্ধান পাননি।

জাফলংয়ে পর্যটকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *