মাসুম বিল্লাহ জাফর: কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিভিন্ন স্থানের কিছু কিছু অস্থায়ী হাটের ছিলো বৃহস্পতিবার শেষ দিন। সর্বশেষ দিন বলে বৃহস্পতিবার ক্রেতা-বিক্রেতাদের ছিলো উপচেপড়া ভিড়।
শান্তিপূর্ণভাবে প্রায় সব গুলো হাট অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খোঁজ পাওয়া যায়নি।
এদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা বাজারে অবস্থিত স্থায়ী পশুর হাটেও ছিলো উপচেপড়া ভিড়। ক্রেতা-বিক্রেতাগনের আনাগোনা ছিলো চোখে পরার মতো।
মজিদপুর ইউনিয়নের দুধঘাটা বাজারে অবস্থিত স্থায়ী পশুর হাটের ইজারাদার কবির হোসেন দুধুঘাটা বাজারে অবস্থিত স্থায়ী পশুর হাট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াও স্থানীয় প্রশাসন ও হাটে আসা ক্রেতা-বিক্রেতাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।