খবর ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার (১৯ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের পরে অবস্থানেই রয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়। মঙ্গলবার সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দুই থেকে চার দিনের মধ্যে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে।
এদিকে তাপমাত্রা কমায় চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে হাওরপাড় ও চা-বাগান এলাকার শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন।